নিজস্ব প্রতিবেদক: মেধা’র রজতজয়ন্তী উপলক্ষে মের্সাস নিপা এন্টারপ্রাইজ, মৌলভীবাজার, ঢাকার সৌজন্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় জেলা শিল্প একাডেমি কুষ্টিয়ার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মেধা কুষ্টিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার সালা্হউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী। মের্সাস নিপা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী, হাজী মোঃ নঈম আকতার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি চিত্রাংকনে মনোযোগ করতে হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ ফেব্রুয়ারি ২০২৪