রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী :পটুয়াখালী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
উঠেছে মেয়র পদপ্রার্থী মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে।
জেলা নির্বাচন কমিশন বরাবর অন্যান্য প্রার্থীরা অনেকবার অভিযোগ দেয়ার পরেও নেয়া হয়নি কোন ব্যাবস্থা।
মঙ্গলবার বেলা ১টার দিকে জগ মার্কার সমর্থনে জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে পটুয়াখালী নতুনবাজার এলাকা থেকে মিছিল করে যুবলীগ নেতা কর্মীরা। এসময় গনমাধ্যমে কর্মীরা ভিডিও করতে গেলে বাঁধা দেন যুবলীগ সভাপতি। এসময় তিনি সাংবাদিকদের ভিডিও ডিলিট করতে হুমকি দেন।
দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারনার নিয়ম থাকলেও কোন কিছু তোয়াক্কা না করে যখন তখন প্রচারনা মিছিল চালিয়ে যাচ্ছে মহিউদ্দিন আহমেদের জগ মার্কার সমর্থকরা। আর এসব অনিয়ম দেখেও না দেখার ভান করছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে জানতে জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট শহীদুল ইসলাম শহীদের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনে কথা বলতে রাজি হননি।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে পটুয়াখালী পৌর মেয়রের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি সম্ভব হয়নি।
বর্তমান পৌর মেয়রের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কমিশনার খান আবি শাহানুর খান বলেন, “আমি অভিযোগ পেয়েছি। আমি সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ওসিকে অবহিত করেছি। তারা এই জিনিসটা দেখতেছে। আমার পক্ষ থেকে এই পর্যন্ত করনিয় ছিল। তবে এই ব্যাপারে কোন প্রার্থী যদি প্রমান সহ লিখিত অভিযোগ দেয় তাহলে আমরা সত্যতা যাচাই বাছাই করে দেখবো।”
দৈনিক দেশতথ্য//এইচ//