গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): অবশেষে অপসারণ করা হলো কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে।
১৮ আগষ্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, এতদ্বারা স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের ৩২৩ পৌরসভার মেয়র গনকে স্ব স্ব পদ হতে অপসারন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম এ আদেশ জারি করেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
উল্লেখ্য, ৫আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের বাসভবনে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট সহ অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ তার পরিবারের আরও চার সদস্য আহত হন। পরবর্তীতে জীবন রক্ষায় আত্মগোপন করেন মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

Discussion about this post