নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ছেলে ও মেয়েদের প্রীতি কাবাডি খেলার আয়োজন করা হয়।মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি কাবাডিতে ছেলেদের খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় এবং মেয়েদের খেলায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সকালে অনুষ্ঠিত ছেলেদের ফাইনাল খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় দল ৪টি লোনাসহ ৪৮-১৬ পয়েন্টে উজলপুর মাধ্যমিক বিদ্যালয় কে এবং মেয়েদের খেলায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২টি লোনা সহ ৩২-১৫ পয়েন্টে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কে পরাজিত করে। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রীতি কাবাডী টুর্নামেন্টের উদ্বোধন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ক্রীড়া শিক্ষক শরিফুজ্জামান, ফারহা হোসেন লিটন, আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post