কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ ফরিদা খাতুন (৪৫) নিহত হয়েছে।
শুক্রবার (১৬ জুন) সকালে মেয়ে বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহতের পরিবার এতথ্য নিশ্চিত করেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, উপজেলা খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মো. মহিরুল ইসলামের স্ত্রী ফরিদা খাতুন পাশের গ্রামে চকঘোগাতে তার মেয়ের বাড়িতে যাওয়ার পথে দৌলতপুর-কাতলামারী সড়কের শ্যামনগর গ্রামের সেলিম মেম্বারের বাড়ির সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফরিদা খাতুনকে থাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করে।পরে কুষ্টিয়া যাওয়ার পথে ফরিদা খাতুনের মৃত্যু হয়। তিনি আরো জানান, এঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৬ জুন ২০২৩

Discussion about this post