Print Date & Time : 22 April 2025 Tuesday 8:08 pm

মেলান্দহে ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউপির চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন সাইদুল ইসলাম লিটু। তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক মোর্শেদা জামান।

মঙ্গলবার (৪জানুয়ারি) জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।

গত ২৮নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

সাইদুল ইসলাম লিটু বলেন, আমাকে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী হাসিনার প্রতি কৃতজ্ঞ। আমার উপর অর্পিত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাবো। যতদিন আছি আমার ইউনিয়ন বাসির সেবা করে যাবো।
তিনি আরও বলেন, ৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন হবে মেলান্দহ উপজেলার মধ্যে মডেল ইউনিয়ন।