রোমান আহমেদ, জামালপুর : জামালপুরের মেলান্দহে ধান ক্ষেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুদু মিয়া ও রিনা বেগম নামে এক কৃষক দম্পতিকে পিটিয়েছে দুর্বৃত্তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
শনিবার (২৩ এপ্রিল) সন্ধায় উপজেলার পূর্ব মালঞ্চ গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার (২৪ এপ্রিল) দুপুরে নির্যাতনের শিকার রিনা বেগমের ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে আবু বক্করসহ ৫ জনকে আসামি করে মেলান্দহ থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে মেলান্দহ থানার ওসি ময়নুল ইসলাম।
হাসপাতালের বেডে ব্যাথায় কাতরানো অবস্থায় দুদু মিয়া বলেন, তার সাথে প্রতিবেশি আবু বক্করের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধায় আবু বক্করের ধান ক্ষেতে আমার পালিত হাঁস যায়। এই নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে আবু বক্করের ছেলে হুোসাইন মাহমুদ গাজীসহ তার স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। আমাকে বেদম পেটাতে শুরু করলে আমার স্ত্রী রিনা বেগম ফেরাতে গেলে তাকেও মারধর করে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদের রাত ৮টায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আবু বক্করের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, এ ঘটনায় মেলান্দহ থানায় ৫ জন নামীয়সহ আজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post