জামালপুরের মেলান্দহে ধর্ষনের শিকার এক স্কুল ছাত্রী (১৮) আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধায় পুলিশ মেলান্দহ পৌর এলাকার শাহজাতপুর থেকে তার লাশ উদ্ধার মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, তামিম আহমেদ খান স্বপন নামের এক ব্যাক্তি মোবাইলে কল দিয়ে ওই ছাত্রীকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষন করে ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ভিকটিম আশা মনি শাহজাতপুর গ্রামের আবু মিয়ার মেয়ে। সে মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ধর্ষক স্বপন মেলান্দহের চর বসন্ত গ্রামের খোকা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ওই ছাত্রীর নাম আশা মনি। স্কুলে যাওয়ার পথে স্বপন ও তার সঙ্গিরা তাকে প্রায়ই উত্যক্ত করত। গত বৃহস্পতিবার (১০ মার্চ) স্কুলে যাওয়ার পথে আশা মনিকে ফোনে কল দিয়ে ডেকে নিয়ে একটি রুমে আটকে নির্যাতনের পর ধর্ষন করে স্বপন। ধর্ষনের ঘটনা তারা ভিডিও করে। তারা আশা মনিকে বলে ধর্ষনের ঘটনা জানাজানি করলে ভিডিও স্যোসাল মিডিয়ায় ভাইরাল করা হবে। এই বিয়ষ বাড়িতে বলার পর স্বপন ওই ভিডিও স্যোসাল মিডিয়ায় চছড়ে দেয়। এই অপমানের জ্বালা সইতে না পেরে আশা মনি গলায় ঔড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে তামিম আহমেদ খান স্বপনের নাম উল্লেখ করে একটি চিরকুট লিখে যায়।
মেলান্দহ থানার ওসি এম এম মইনুল ইসলাম জানান, নিহতের বাবা আবু মিয়া বাদি হয়ে সম্ভ্রমহানীরঅভিযোগে এনে তামিম আহমেদ খান স্বপনকে আসামী করে মেলান্দহ থানায় মামলা করেছে। ঘটনার পর থেকে স্বপন পলাতক রয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//১১ মার্চ, ২০২২//

Discussion about this post