জামালপুরের মেলান্দহে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ রোকন (৩২) নামের এক প্রতিবেশী দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় দেবরকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে উপজেলার সাধীবাড়ি এলাকা থেকে মোঃ রোকনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃত মো: রোকন মেলান্দহের কুলিয়া ইউনিয়নের সাধীবাড়ি উত্তরপাড়া মক্কুর ছেলে।মো: রুকন ভূক্তভোগী নারীর প্রতিবেশী দেবর।
এ ঘটনায় থানায় ওই নারী বাদী হয়ে মোঃ রোকন (৩২) ও বেল্লাল (৩৩) নামে দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত (১৪ মার্চ) ওই নারীকে রাতে ফোন দিয়ে দেখা করতে বলেন। পরে রাত সাড়ে নয়টার দিকে ওই নারী দেখা করতে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এলাকায় জানাজানি হলে ঘটনাটি পারিবারিক ভাবে মীমাংসা করার জন্য স্থানীয়রা কয়েকটি সালিশ করেন। সালিশে মীমাংসা না হলে ওই নারী এসে থানায় মামলা দায়ের করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এবি//দৈনিক দেশতথ্য//১২ এপ্রিল,২০২২//