আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের মেলান্দহে ২নং কুলিয়া ইউনিয়নের মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম আলম সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
এতে নির্বাচনী প্রচারনার বাধা দেওয়ার অভিযোগও করেন নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের টনকি নয়াপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলন করেন।
স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম আলম জানান, আমি কুলিয়া ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। আমার প্রতিপক্ষ নৌকা মনোনীত প্রার্থী আব্দুস সালাম অত্র ইউনিয়নে বহিরাগত সন্ত্রাসীদের আগমন ঘটিয়ে আমার নির্বাচনী অফিস ভাঙচুর, পোস্টার ছিড়ে ফেলা সহ সাধারণ ভোটারদের নানা ভয়-ভীতি দেখিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। ভোট চাইতে গেলে সালামের বহিরাগত লোকজন বাধা দিচ্ছে।
তিনি আরও বলেন, আমার পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দিবে। ভোটকেন্দ্রে আমার কর্মীদের ব্যাজ পরা দেখলে আক্রমণ করবে। সিল মেরে সব ভোট নিয়ে যাবে এমন প্রচারণা চালাচ্ছে।
উক্ত সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।