Print Date & Time : 14 July 2025 Monday 5:50 am

মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের যাত্রা শুরু

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে ”মেলান্দহ উপজেলা প্রেসক্লাব” এর উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এসময় ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করা হয়।

রবিবার (৪জুন) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের বিপরীতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বানিজ্য প্রতিদিনের প্রতিনিধি মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা’র সভাপতিত্বে ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়েল, পৌর আ.লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী মেলান্দহ থানার তদন্ত কর্মকর্তা কবির হোসেন,উপজেলা যুবলীগের সহ-সভাপতি শ্রী নন্দন সরকার।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

দৈনিক দেশতথ্য//এইচ//