রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি :জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের বহির্বিভাগের ৩টাকার টিকিট প্রকাশ্যে দিগুণ দামে বিক্রির অভিযোগ উঠেছে।
এক টিকিট নিলে ৫টাকা ও দুই টিকিট নিলে ১০টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ জানান ভুক্তভোগীরা।
এ নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
পূর্বেও এমন ঘটনার প্রেক্ষিতে ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে বহির্বিভাগের টিকিট বিক্রি। টিকিট কাউন্টারে প্রতি টিকিটের নির্ধারিত ফি ৩টাকা লেখা থাকলেও একটি টিকিট কিনলে ৫টাকা এবং একসাথে দুইটি টিকিট কিনলে ১০টাকাই লাগছে। রেজিষ্টার বহিতে দেখা যায় কয়েকজনকে ফ্রিতেও দেয়া হয়েছে টিকিট।
এবিষয়ে উপজেলার বন্ধরৌহা এলাকা থেকে সেবা নিতে আসা আফসার আলী বলেন, তিন টেকার টিকিট ৫টেকা নিতাছে সবার কাছ থেকেই। এহন কেনো নিলো তা কইতে পারিনে। আমরা কইলাম এহন না মানলে কি করা যাবো।
অবিরন নামের আরেক ভুক্তভোগী নারী জানান, আগে ৩টেকা দিলাম এহন একবারে ৫টেকা। ওরা কয় বলে বাড়ছে।
বহির্বিভাগের টিকিট কাউন্টার উম্মে সালমা বলেন, ৩টাকার টিকিট আমরা অনেক সময় ৪টাকা নেই। এক টাকার পয়সাগুলা চলে না। এই পয়সা গুলা ক্যাশিয়ারের কাছে দিতে পারি না। পয়সাগুলা ১২শত টাকা হইছে এই টাকা নিজে থেকে ১২শ টাকা জরিমানা দিছি। ৪টাকাও দেয় ৫টাকাও দেয়। আবার দিনে চার টা পাচটা করে এমনেই দেই টিকিট। টিএসও স্যার বলছে ৩টাকাই নিবেন। অনেক সময় আপনারা চার টাকাও নিবেন পাচ টাকাও নিবেন।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাব্বির আহমেদ বলেন, বহির্বিভাগে ইতি পূর্বেও এমন ঘটনা ঘটেছে তার ব্যবস্থাও গ্রহণ করেছি। এখনো যদি অতিরিক্ত টাকা আদায় করে তাহলে সেটা তদন্ত সাপেক্ষে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবো।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post