Print Date & Time : 2 August 2025 Saturday 7:39 am

মেহেরপুরের গাংনীতে ছেলের চিন্তায়, স্ট্রোকে মায়ের মৃত্যু

গাংনী, মেহেরপুর: মালয়েশিয়ায় পুলিশের হাতে ছেলে আটকের খবর শুনে চিন্তায় স্ট্রোক করে সালমা খাতুন (৪৮) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। ৫ সন্তানের জননী সালমা খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউপির মহাম্মদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জানাজা শেষে স্থানীয় গোরস্থান ময়দানে তিনার দাফন সম্পন্ন হয়।

মৃত সালমা খাতুনের আত্মীয়-স্বজনরা জানান, সালমা খাতুনের বড় ছেলে রাজিব হোসেন ছয় মাস আগে ৬ লাখ টাকার বিনিময়ে স্থানীয় এক আদম ব্যবসায়ীর মাধ্যমে মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখানে কর্ম না পেয়ে গোপনে কষ্টে জীবন-যাপন করছিলেন। সম্প্রতি মালয়েশিয়া পুলিশ গোপনে থাকা শতাধিক প্রবাসীকে আটক করে। এরমধ্যে আটক হয় রাজিবও। এমন খবর শুনে বৃহস্পতিবার স্ট্রোক করেন মা সালমা খাতুন। দ্রুত স্বজনরা তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১টার দিকে মারা যান তিনি।

স্থানীয় মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ জানান, ধার-দেনা করে ছেলেকে বিদেশ পাঠানোর পর থেকে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। তাই চিন্তা থেকেই সালমা খাতুনের স্ট্রোকে মৃত্যু হয়েছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ মার্চ ২০২৪