Print Date & Time : 22 August 2025 Friday 3:08 pm

মেহেরপুরের গাংনীতে দুটি শ্যালো মেশিন চুরি

মেহেরপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ গ্রাম থেকে দু’টি শ্যালো মেশিন চুরি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে প্রতিদিনের ন্যায় ধানের জমিতে পানি দেওয়ার জন্য নিজের শ্যালো মেশিনের কাছে যান জিনারুল ইসলাম। যাওয়ার পর দেখতে পান তার শ্যালো মেশিনটি চুরি করে নিয়ে গেছে কে বা কারা? অপরদিকে একই মাঠে একই গ্রামের জিয়ারুল ইসলামের শ্যালো মেশিনটিও চুরি করে নিয়ে গেছে চোরেরা। এতে প্রায় ৩০ বিঘা ধানের আবাদি জমি হুমকির মুখে পড়েছে। প্রতিদিন পানি দিতে হয় এই ধানের জমিগুলোতে। এই মুহুর্তে ধানে পানি দিতে না পারলে চরম ক্ষতিগ্রস্থ হবেন চাষীরা। পূর্ব শত্রুতার জের নাকি কিছু সংঘবদ্ধচক্র এই শ্যালো মেশিন চুরির প্রতিযোগিতায় নেমেছে তা বোধগম্য নয়। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীসহ এলাকাবাসি।

দৈনিক দেশতথ্য//এল//