Print Date & Time : 21 April 2025 Monday 7:24 pm

মেহেরপুরের গাংনীতে বিদ্যুত স্পৃষ্টে  কৃষকের মৃত্যু

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের জালশুকা গ্রামে বিদ্যুত স্পৃষ্টে আমিরুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক আমিরুল ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে জালশুকা গ্রামের মাঠে  এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার জানান, আমিরুল ইসলাম তার বাড়ির পাশের মাঠে ধান রােপণের জন্য জমি তৈরী করছিলেন।

 সকাল ১১ টার দিকে তিনি ওই জমিতে বিদ্যুত চালিত পাম্প থেকে সেচ দেয়ার জন্য প্রস্তুতি  নিচ্ছিলেন। এক পর্যায়ে বিদ্যুত লাইনের সুইচে স্পর্শ করলে, মারাত্বক ভাবে আহত হন। মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত ডাক্তার ফারুক হােসেন তাকে মৃত ঘােষণা করেন। 

ডাক্তার ফারুক হােসেন জানান, হাসপাতালে নেয়ার পূর্বেই আমিরুল ইসলামের মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ ফেব্রুয়ারি ২০২৪