Print Date & Time : 22 August 2025 Friday 8:11 pm

মেহেরপুরের গাংনীতে শীতবস্ত্র বিতরণ

মেহেরপুর থেকে আঃ আলিম :মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।আজ রোববার দুপুরে গাংনী হাইস্কুল চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন। প্রতি বীর মুক্তিযোদ্ধাকে একটি করে শীতের চাদর প্রদান করা হয়। গাংনী হাইস্কুল চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা হিসাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু। প্রধান অতিথী বীর মুক্তিযোদ্ধাদের ভূয়সী প্রসংশা করেন এবং সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

অপরদিকে রাইপুর হাইস্কুল মাঠে এমপি পত্নী লাইলা আরজুমান বানু প্রধান অতিথি হিসেবে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গলের সভাপতিত্বে রাইপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।  উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান। অনুষ্ঠানে দুস্থদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//