Print Date & Time : 28 July 2025 Monday 11:49 pm

মেহেরপুরের দুটি আসনে মনোনয়নপত্র উত্তোলন ১৯ জনের

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে দলীয় প্রার্থী ছাড়াও মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র ও বিভিন্ন দল থেকে মেহেরপুর-১ আসনে ৮ জন এবং মেহেরপুর-২ আসনে ১১ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

মেহেরপুর-১ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন, বর্তমান এমপি ও নৌকার মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন। এছাড়াও ন্যাশনাল পিপল পার্টির আরিফুল ইসলাম লিটন, জাতীয় পার্টির আব্দুল হামিদ, এনটিপি’র তরিকুল ইসলাম এবং বাংলাদেশ সংস্কৃতি জোটের বাবুল।

মেহেরপুর-২ (গাংনী) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন, নৌকার মনোনীত প্রার্থী ডা. এ,এস,এম নামজুক হক সাগর, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল, জাহাঙ্গীর আলম বাদশা, নুরুল ইসলাম রিন্টু।

এছাড়াও তৃণমুল বিএনপি থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গণি, বাংলাদেশ ওয়ার্কাস পাটির নুর আহম্মেদ বকুল, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি কেতাব আলী। জাকের পার্টির সামসুজ্জোহা।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৯ নভেম্বর  ২০২৩