Print Date & Time : 9 September 2025 Tuesday 11:56 am

মেহেরপুরের নিখোঁজ চিকিৎসককে নেত্রকোনায় অচেতন অবস্থায় উদ্ধার

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জোনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ফরহাদ হোসেন পাভেল নিখোঁজের তিনদিন পর অচেতন অবস্থায় নেত্রকোনার মোহনগঞ্জ হাসপাতালে অচেতন অবস্থায় পাওয়া গেছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ফরহাদ হোসেন পাভেল গত ১৩-ই নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

হাসপাতালের একটি সুত্র জানান, ১৩-ই নভেম্বর তার ইমারজেন্সি ডিউটি থাকলেও তিনি ডিউটি অন্যের সাথে সমন্বয় করেছিলেন। এর পর থেকে তার আর কোন খোঁজ ছিল না। ১৪ তারিখে তার ডিউটি না থাকাই বিষয়টি কারো নজরেও আসেনি।

গত বুধবার (১৫ই নভেম্বর) হাসপাতালের জরুরী বিভাগে যোগ না দিলে বিষয়টি সকলের মধ্যে জানাজানি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ইমারজেন্সি মেডিকেল অফিসারের রুমে তার ব্যবহৃত মোবাইল ফোনটি পায়। তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যর সাথে যোগাযোগ করেন। পরিবারের পক্ষ থেকেও জানানো হয় তাদের সাথে কোন যোগাযোগ হয়নি।

পরে মেহেরপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জেলা পুলিশ সুপারসহ ডিএসবি, ডিবি ও এনএসআইকে জানান। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন নেত্রকোনার মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ফরহাদ হোসেন নামে এক ব্যক্তি অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 মেহেরপুর জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার জানান, ‘ইমারজেন্সি মেডিকেল অফিসার ফরহাদ হোসেন পাভেলের নিখোঁজ বিষয়টি অবগত হওয়া মাত্র তার পরিবারসহ পুলিশ সুপার, ডিবি ডিএসবি ও এনএসঅই এর সঙ্গে যোগাযোগ করা হয়। বর্তমানে তাকে নেত্রকোনার মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিয়ে আমি নেত্রকোনা সিভিল সার্জন এর সাথে কথা বলেছি। সেখানকার চিকিৎসকরা জানান, তাকে নেশা জাতীয় কোন দ্রব্য খাওয়ানো হয়েছে। তবে ফরহাদ হোসেন এখনো অচেতন থাকাতে কিভাবে তিনি ওখানে গেলেন বা তার সাথে কি হয়েছিল এ নিয়ে তার কোন বক্তব্য নেয়া এখনো সম্ভব হয়নি।

কে//দেশতথ্য //নভেম্বর ১৬/২০২৩