আব্দুল আলিম, মেহেরপুর: মেহেরপুরের গাংনীর প্রয়াত সাংবাদিক মোহাম্মদ ওসমানের পরিবারের কাছে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ রোব্বার বেলা ১১টার দিকে গাংনী প্রেসক্লাবে আয়োজিত এ চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। প্রেসক্লাব সভাপতি রমজান আলীর সভাপতিত্বে ও মাজেদুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক মোহাম্মদ ওসমানের পরিবারের কাছে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫০ হাজার টাকার চেক হস্তার করা হয়। মোহাম্মদ ওসমান বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির গাংনী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ২০১৯ সালের ৩০ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে।
দৈনিক দেশতথ্য//এল//