Print Date & Time : 1 July 2025 Tuesday 4:44 pm

মেহেরপুরের ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মামুন নুরুদ্দিন মিয়া, মেহেরপুরঃ মেহেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি ও স্বর্ণের ক্যারেট ফাঁকি দেওয়ার দায়ে দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় মেহেরপুর শহরের গিয়াস মিষ্টান ভান্ডারকে ৫০ হাজার টাকা এবং একই আইনের ৪৫ ধারায় নিউ পল্লীশ্রী জুয়েলার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে গাংনী র‍্যাব-১২ এএসপি আবুল কালাম আজাদ, মেহেরপুর জেলা স্যানেটারী ইন্সপেক্টর তাজিমুল হক সেখানে উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//