মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে স্থানীয়দের দেয়া খবরে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিহত নারীর আনুমানিক বয়স ৫০ বছর। স্থানীয়রা সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত চলছে।

Discussion about this post