Print Date & Time : 10 May 2025 Saturday 2:20 pm

মেহেরপুরে অবরোধের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল

বিএনপি’র ডাকা অবরোধের পঞ্চম ধাপের প্রথম দিনে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। 

 বুধবার সকাল ছয়টার দিকে মেহেরপুর শহরের কাথুলি জেড কে ফিলিং স্টেশনের সামনে থেকে ঝটিকা মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

 এসময় মিছিলটি নেতৃত্ব দেয় পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। 

অবরোধের কারণে সকাল থেকেই সীমিত আকারে আন্ত: জেলা বাস চলাচল করলেও মেহেরপুর থেকে ঢাকা গামী পরিবহন ছেড়ে যায়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়ে সাধারণ জনগণ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৫ নভেম্বর  ২০২৩