মেহেরপুর জেলা প্রশাসন ও মেহেরপুর মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ভৈরব নদীতে থাকা ৫০ ফিটের ৩০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মেহেরপুর সদর উপজেলার বন্দর এলাকায় ভৈরব নদে থাকা ৫০ ফিটের ৩০ টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় এসব চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মেহেরপুর ভৈরব নদীতে প্রতিনিয়তই চায়না দুয়ারী জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরা হয়। এমন অভিযোগের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহের নেতৃত্বে মেহেরপুর জেলা মৎস্য অফিসার মোহাম্মদ রোকনুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোহাম্মদ জাকির হোসেন, মেহেরপুর সদর থানার এস আই মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে ভৈরব নদের অংশে এই অভিযান চালানো হয়। এবং সেখান থেকে ৫০ ফিট সাইজের ৩০ টি চায়না দুয়ারী জল উদ্ধার করে তা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২২//

Discussion about this post