মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আরা হীরা।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৮০ দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল, সহকারী প্রকৌশলী মজিদুর রহমান চৌধুরী,বুড়িপতি ইউনিয়ন পরিষদের সদস্য মিলন হোসেন, জাহাঙ্গীর হোসেন, চঞ্চল হোসেন প্রমুখ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৩ মে ২০২৪