মেহেরপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহীদ সামছুজোহা পার্কের নগর উদ্যানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এমএএস ইমন, জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন।
সভাপতির বক্তব্যে অ্যাড. ইয়ারুল ইসলাম বলেন, জামাত বিএনপি ও আগুন সন্ত্রাসীর বিপক্ষে অবস্থান নিয়ে আগামীতে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করব প্রতিবাদ করব । এই জন্যই আজকের এই শান্তি সমাবেশ এর একটি ম্যাসেজ দিতে চাই ২০১৪ সালের মত নৈরাজ্য এবার আর হবে না। সভাপতি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকার পক্ষে থাকতে হবে। তবে প্রার্থী উন্নয়নের পক্ষে নেই, তৃণমূলের পক্ষে তাদের আর চাইনা।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী বলেন, বিএনপির সব শেষ হয়ে গেছে। এখন তারা কয়েকটা গাড়ি পুড়িয়েছে, প্রধান বিচারপতির বাড়ির ভাংচুর করেছে,কিছু পুলিশকে মারধর করেছে এই ছাড়া তাদের আর কিছুই করার নেই ।
বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব গোলাম রসুল বলেন, ডিএমপি জামাতের হরতাল, নৈরাজে ও জ্বালাপোড়াও এর বিপক্ষে আজকের এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ আজকে মহাসমাবেশে পরিণত হয়েছে। এই তৃণমূলের কর্মীরা ২০১৪ সালে জামাত বিএনপিকে প্রতিহত করেছিল। প্রতিহত করে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছিল।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরশানের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলি ইয়াসমিন, মহিলা নেত্রী রেহেনা মান্নান, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু, মেহেরপুর পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরিফ হোসেন, ৪ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোস্তাফিজুর রহনান বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি জসিউর রহমান বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাংগঠানিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৯,২০২৩//

Discussion about this post