জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, পাসপোর্ট অফিসের সাথে টিটিসি, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তর অধিদপ্তর কানেকটেড, এখানকার ছেলেমেয়েরা প্রশিক্ষণ তারা কিন্তু এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছে।
তারা প্রশিক্ষণ নিয়ে দেশে কাজ করতে চাই এবং বিদেশেও যাচ্ছেন। তারাই কিন্তু এখানে এসে পাসপোর্ট গুলো করবেন। তিনি আরো বলেন, মেহেরপুরকে এগে নেয়ার জন্য পাসপোর্ট অফিসের বড় একটি অবদান থাকবে ।
মেহেরপুরে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ রোববার দুপুরে মেহেরপুর শহরের উপকণ্ঠে নতুন বাসটার্মিনালের পাশে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক , বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি,জি মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খাইরুল কবীর মেনন,১৬ টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণের প্রকল্প পরিচালক ( যুগ্মসচিব) মোঃ ছারোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, পুলিশ সুপার রাফিউল আলম, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন ।
আঞ্চলিক পাসপোর্ট অফিস মেহেরপুরের নবনির্মিত ৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৩ তলা নির্মিত ভবনের ব্যায় ধরা হয়েছে প্রায় ৪ কোটি ১২ লক্ষ্য টাকা।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ অক্টোবর ২০২৩