Print Date & Time : 10 May 2025 Saturday 8:58 pm

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার উপলক্ষে র‌্যালি

সারা দেশের ন্যায় মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মেহেরপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক শামীম হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ—পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি,তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ সেপ্টেম্বর ২০২৩