Print Date & Time : 25 May 2025 Sunday 10:15 pm

মেহেরপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরে ইজি বাইকের ধাক্কায় শাহিনা খাতুন নামের (৩) এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহিনা খাতুন মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের শাহিনের মেয়ে।

জানা গেছে, ঘটনার সময় শাহিনা খাতুন তার সমবয়সী কয়েকজন শিশুর সাথে রাস্তার পাশে খেলা করছিল। এ সময় সদর উপজেলা ঝাউবাড়িয়া গ্রামের কামরুল ইসলাম নামের এক ইজি বাইক চালক ইজি বাইক চালিয়ে ও এলাকা দিয়ে যাওয়ার সময় শাহিনার সাথে তার ইজি বাইকের ধাক্কা লাগে।
এসময় শাহিনা আহত হলে তাকে উদ্ধার
করে মেহেরপুর-২৫০ শ্যযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, খবর পেয়েছি, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//