মেহেরপুর প্রতিনিধি: বিশারত নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।রবিবার দুপুরের দিকে আটককৃত রবিকে মেহেরপুর সদর থানায় নেওয়া হয়। এর আগে শিবপুর গ্রামের কেয়ামত উদ্দীনের ছেলে বিশারত প্রতিবেশী এজেল হোসেনের ছেলে রবির বাঁশঝাড় থেকে একটি কঞ্চি কাটে। এতে ক্ষিপ্ত হয়ে রবি ধারালো হেঁসে দিয়ে বিশাতের গলায় কোপ মারে।আহত অবস্থায় বিশারতকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।বিশারতের গলায় প্রায়ই ৩ ডজনেরও বেশি সেলাই দেওয়া হয়েছে। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী রবিকে আটক করার পর পুলিশের হাতে তুলে দেয়।
দৈনিক দেশতথ্য//এল//