মেহেরপুর প্রতিনিধি ॥ দীর্ঘদিন পর সারাদেশের ন্যায় মেহেরপুরেও এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে।রবিবার সকাল ১০ টায় মেহেরপুর জেলার ১৩ কেন্দ্রে এসএসসি, ২ টি কেন্দ্রে দাখিল এবং ৩টি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে।মেহেরপুর জেলায় এবার এসএসসি পরীক্ষার ১ম দিন পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলায় ১ম দিন ১৯৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮৩ জন।মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮১ জন।আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭০ জন। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ১৭৬ জন। গাংনী সরকারি মাধ্যমিক বালিকা কেন্দ্রে ১৫০ জন। বামুন্দী নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে১২৫ জন।জুগিরঘোপা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭ জন। মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯০ জন।সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩১ জন।বামন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৭৬ জন।বেতবাড?ীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬৩ জন।রায়পুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১২০ জন। দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।এদিকে এসএসসি দাখিল পরীক্ষায় ২ টি কেন্দ্র ৫৫৭ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রথম দিন কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় মেহেরপুর দারুল উলুম আহমেদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩৭৪ জন। এবং গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে ১৮৩ জন। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মেহেরপুর জেলায় তিনটি কেন্দ্রে ১১৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।প্রথম দিন পদার্থবিজ্ঞান-২ মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৫১ জন,গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ৫৩৮ জন, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

Print Date & Time : 7 July 2025 Monday 11:50 am