Print Date & Time : 10 May 2025 Saturday 5:14 pm

মেহেরপুরে ওএমএস কার্যক্রম সম্প্রসারণের উদ্বোধন

মেহেরপুর জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের উদ্যোগে সেপ্টেম্বর ২০২২ মাস থেকে ওএমএস কার্যক্রম সম্প্রসারণে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে ওএমএস কার্যক্রম সম্প্রসারণ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওএমএস কার্যক্রম সম্প্রসারণ উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নামজুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোঃ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলায় ১২ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ৩০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে চাউল ক্রয় করতে পারবেন।

মেহেরপুর জেলায় প্রতিদিন ১৬ টন।( ৩২ হাজার কেজি)চাউল বিক্রি করা হবে। এরমধ্যে মেহেরপুর পৌর এলাকায় ৯ জন ডিলারের মাধ্যমে ১০ হাজার কেজি এবং গাংনী পৌর এলাকায় ৩টি ডিলারের মাধ্যমে ৬ হাজার কেজি চাল বিক্রি করা হবে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০১,২০২২//