Print Date & Time : 11 May 2025 Sunday 1:46 am

মেহেরপুরে কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মানসম্পন্ন উপায়ে কন্দাল উৎপাদন , বিপণন ও রপ্তানিকরণ এর উপর মেহেরপুরে দিনব্যাপি উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

 বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান। 

এ সময় কৃষি কর্মকর্তাসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলার তিন উপজেলার ৯০ জন কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ নেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ আগস্ট ২০২৩