মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বিএনপির চলমান কাউন্সিলে গঠিত ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি বাতিল এবং আগামীকাল কাজিপুর ইউনিয়নে অনুষ্ঠিতব্য সম্মেলন স্থগিতের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা এলাকায় এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। এতে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষকদলের সভাপতি মাহাবুবুর রহমানসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, চলমান কাউন্সিলের মাধ্যমে গঠিত ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিগুলো স্বেচ্ছাচারিতার ভিত্তিতে গঠিত হয়েছে এবং এসব কমিটি গঠনের সময় তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করা হয়েছে। এ কারণেই তারা এসব কমিটি বাতিল এবং আগামীকাল নির্ধারিত কাজিপুর ইউনিয়নের সম্মেলন স্থগিতের জোর দাবি জানান।