Print Date & Time : 6 July 2025 Sunday 10:36 pm

মেহেরপুরে কলেজের সভাপতি হয়েছে প্রতিমন্ত্রীর সহধর্মিনী

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ (জিবি) এর সভাপতি মনোনিত হয়েছেন সৈয়দা মোনালিসা ইসলাম। সৈয়দা মোনালিসা ইসলাম কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য এবং
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধাপক ফরহাদ হোসেন এমপির সহধর্মিনী।মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সভাপতি হওয়ার জন্য সৈয়দা মোনালিসা ইসলামের নাম প্রস্তাবনা আকারে পাঠানো হলে, রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয় এটির অনুমোদন দেন। মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।