মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক—কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয় দখল কেন্দ্র করে
শিক্ষকদের সাথে জমির মালিক দাবীদার পক্ষের লোকজনের সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৭ জন
আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা এগারটার সময় বাঁশবাড়ীয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন (৬০), হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলমগীর হোসেন মিঠু (৪৮), জমি দাবীকারী পক্ষের আহতদের মধ্যে নিজাম উদ্দীন (৪০), মিজানুর রহমান (২৮), মোজাম হোসেন (৩৫), হাবিবা খাতুন (৩৫) কে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও সোহেলী খাতুন (২৮) ও সুমাইয়া খাতুন (২৫) নামের দুজনকে মুমূর্ষ অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, বাঁশবাড়ীয়া গ্রামে প্রধান সড়কের পাশে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক—কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয় রয়েছে। ক্রয় সুত্রে শিক্ষক সমিতি জমির মালিকানা দখলে রয়েছে দীর্ঘদিন থেকে। সা¤প্রতিক সময়ে বাঁশবাড়ীয়া গ্রামের কুতুব উদ্দীন
ও নিজাম উদ্দীন গং জমির মালিকানা দাবি করে সেখানে অস্থায়ী ঘর নির্মান করে বসবাস শুরু করে। এর জের ধরে দুপুক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার বেলা ১১টার দিকে সমিতিভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষক—কর্মচারী জড়ো হয়ে সেখানে বসবাসকারীদের উপর হামলা চালায়।
এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্ততঃ ১৭ জন আহত হন। পরে গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
আহতদের বিষয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আবির চৌধুরী জানান, শিক্ষক পক্ষের দুজন এবং অপর পক্ষের চারজনকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও শিক্ষকদের বিপরিত পক্ষের আহত দুই নারীকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতেল রেফার করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বর্তমান পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক। জমির বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র উভয় পক্ষকে নিয়ে আলোচনা করবেন এবং বিষয়টি নিষ্পত্তি করবেন বলে জানান তিনি। অন্যথায় অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া
হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২২ আগস্ট ২০২৩

Discussion about this post