Print Date & Time : 28 July 2025 Monday 11:20 am

মেহেরপুরে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মেহেরপুরে গাংনী  উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৩-২৪  অর্থবছরে রবি/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় গম, ভুট্রা,সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসূরী ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে মেহেরপুর  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক  বিজয়  কৃষ্ণ হালদার  সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। 

কৃষি অফিস জানায়, গাংনী উপজেলায় ১২ হাজার ২৫০ জন  রবি চাষীকে  দুই কেজি ভুট্রা ও  ১০কেজি গমের বীজ, এর জন্য ২০কেজি ডিএপি ও  ২০ কেজি পটাশ সার এবং এক কেজি সরিষা,একটা কেজি পেয়াজ,৫ কেজি মসুরির জন্য১০ কেজি ডিএমপি এবং ১০ কেজি পটাশ জনপ্রতি   বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাথে,গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনসহ সরকারি কর্মকর্তা কর্মচারী ও  বিভিন্ন গ্রামের চাষিরা উপস্থিত ছিলেন। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৬ অক্টোবর  ২০২৩