মেহেরেপুর গাংনীতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজলো কৃষি অফিসারের উদ্যোগে পিএসকেএস সভা কক্ষে দুইদিনের প্রশক্ষিণের আয়োজন করা হয়। প্রশক্ষিণ সমাপনীতে অংশ গ্রহন করেন কৃষি বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
অনাবাদি পতিত জমি ও বাড়রি আঙ্গীনায় পারিবারি পুষ্টি বাগান স্থাপনরে মাধ্যমে পরিবারের পুষ্টি করনের লক্ষ্যে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সমাপনী অনুষ্ঠানে গাংনী উপজলো কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের সভাপতত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের পরিচালক (ক্রপস উইং) জাহিদুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের অতিরিক্তি পরিচালক হৃদয়েশ^র দত্ত, কুষ্টিয়ার উপ-পরিচালক সুশান্ত কুমার প্রমাণিক, মেহেরপুর উপ-পরিচালক সামসুল আলম, অতিরিক্ত উপ-পরিচালক এ কে এম কামরুজ্জামানসহ বিভিন্ন এলাকার কৃষক কৃষাণী অংশ গ্রহণ করনে।
আর//দৈনিক দেশতথ্য//১৪ মে-২০২২//

Discussion about this post