Print Date & Time : 13 May 2025 Tuesday 5:32 pm

মেহেরপুরে কৃষি মেলা ও ঋণ মেলা উদ্বোধন

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা পরিষদ চত্বরে দুইদিনব্যাপী কৃষি মেলা ও কৃষি ঋণ মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষিমন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে উপস্থিত ছিলেন। পরে মন্ত্রিসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।

বা// দৈনিক দেশতথ্য// ১৭ নভেম্বর//