Print Date & Time : 13 July 2025 Sunday 10:01 am

মেহেরপুরে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

মেহেরপুরে ৬৮ হাজার ৬৫৭ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। আজ মঙ্গলবার সকালে মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে  অনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন মেহেরপুর জেলা সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহাম্মেদ।

 ৬ থেকে ১১ মাস বয়সী ৮হাজার ১৪৭ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ৫১০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

এর আগে ৬ ডিসেম্বর এক কর্মশালা  অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সিভিল সার্জন মহী উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্¦াবধায়ক ডাঃ জমির , মোঃ হাসিবুস সাত্তার, পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ ডিসেম্বর ২০২৩