Print Date & Time : 11 May 2025 Sunday 10:33 pm

মেহেরপুরে খাদ্য বিতরণ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুন), বিকেল সাড়ে ৪ টার দিকে মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি আলমগীর খাঁন ছাতু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ওমর ফারুক লিটন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লেয়ার ও যুবদল নেতা ইসমাইল হোসেন প্রমুখ।

মেহেরপুর জেলা ছাত্রদলের আয়োজনে ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম মিন্টু, মেহেরপুর পৌর ছাত্রদল নেতা ফুর্তি, সোহাগ, মুস্তাকিম, ইয়াসিন, হাসানুজ্জামান, যুবনেতা হাসিবুজ্জামান, মুজিবনগর উপজেলা ছাত্রদলের মোহাম্মদ বাছেম, রুবেলসহ জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//