Print Date & Time : 23 August 2025 Saturday 9:27 am

মেহেরপুরে গণপ্রকৌশল দিবস পালিত

মামুন নুরুদ্দিন মিয়া, মেহেরপুরঃ

মেহেরপুরে জেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স’র আয়োজনে “টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি” এই প্রতিপাদ্যে গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের পৌর কমিউনিটি সেন্টার থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ও জনপথ বিভাগ চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অন্যদের মধ্যে জেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বকুল, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্র বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য আব্দুর রহমান, ইলিয়াস খান, আব্দুল আলিমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে সড়ক ও জনপথ বিভাগ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//