Print Date & Time : 4 April 2025 Friday 3:53 am

মেহেরপুরে গত ২৪ ঘন্টায় ১১জন আটক

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার ১১জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ ভোরবেলা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয়।

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার কুতুবপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শামসুল (৫৬) ও মেহেরপুর হোটেল বাজার এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে রাশেদুর রহমান মামুন (৪৯)।

গাংনী থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলো, উপজেলার পূর্ব মালসাদহ গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আব্দুল গাফফার (৩৫), পশ্চিম মালসাদহ গ্রামের জামাল উদ্দিনের ছেলে রকিকুল ইসলাম (২৫), ফতাইপুর গ্রামের মৃত মঙ্গলের শেখের ছেলে জনি (৪২), হেমায়েতপুর গ্রামের মৃত ওয়াজ আলীর ছেলে হাসেম (৪৫), চৌগাছা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে জাকির হোসেন (৬০), রায়পুর গ্রামের খোশদেল বিশ্বাসের ছেলে আব্দুল হান্নান, চাঁদপুর গ্রামের আবু হানিফের ছেলে রাশিক আহমেদ (২৭), সাদেক আলীর ছেলে আরশেদ আলী (৪২) ও ভাটপাড়া গ্রামের মৃত রমজান আলী দেওয়ানের ছেলে খোকন দেওয়ান (৬২)।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দিন ও গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে।