Print Date & Time : 22 August 2025 Friday 2:18 pm

মেহেরপুরে গাছের সাথে বাসের ধাক্কা

দ্রুতগামী যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শে একটি গাছের সাথে ধাক্কা লেগে চালকসহ অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার সন্ধায় মেহেরপুর – কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আল্লার দান পরিবহনের একটি যাত্রীবাহি বাস (যার নং-যশোর-জ-১১-০০৮) কুষ্টিয়া থেকে যাত্রি নিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিল। বাসটি গাংনী উপজেলার পোড়াপাড়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তী একটি কদম গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালকসহ যাত্রিরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে  পাঠায়।

গাড়ির চালক আহত কুরবান আলী জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কটি খানাখন্দে ভরা। যা চলাচলের একেবারেই অযোগ্য। যাত্রি নিয়ে আসার সময় পোড়াপাড়া নামক স্থানে পিছনের চাকার স্প্রিং ভেঙ্গে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং পাশর্^বর্তী গাছের সাথে ধাক্কা লাগে। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানায়, একটি বাস দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে যাত্রীদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। বাসের সামনের অংশ ভেঙ্গে গেছে। পুলিশের একটি টীম ঘটনাস্থলে রয়েছে।