Print Date & Time : 1 August 2025 Friday 9:39 pm

মেহেরপুরে গোল চত্বরের দাবিতে সড়ক অবরোধ

মেহেরপুর প্রতিনিধিঃ
গোল চত্বরের দাবিতে ৩ ঘন্টা মেহেরপুর—কুষ্টিয়া সড়ক অবরোধ করে রাখে বাজারের ব্যবসায়ীরা। শনিবার গাংনী বাসস্ট্যান্ডে সকাল ৯ থেকে দুপুর ১২ টা পযন্তর্ সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। ফলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়েছে যায়।

ব্যবসায়ীরা বলছেন,গাংনী বাসস্ট্যান্ড এলাকায় জেলা পরিষদের ভবন রয়েছেসড়ক ও জনপদ বিভাগ সড়ক নির্মাণ কাজের দায়িত্ব রয়েছে।  নকসা অনুয়ায়ী জেলা পরিষদের ভবন ভেঙ্গে গোলে চত্বর করার কথা থাকলেও মূল নক্সা বাদ দিয়ে সড়ক ও জনপদ বিভাগ নতুন নক্সার মাধ্যমে জেলা পরিষদ ভবন বাদ দিয়ে দায়সারাভাবে গোল চত্বর সড়ক নির্মাণ কাজ করছে। ফলে গোলে চত্বর থেকে বঞ্চিত  হচ্ছে গাংনী এলাকাবাসী।

এদিকে,মেহেরপুর জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা তাৎক্ষনিক ভাবে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

এবি//দৈনিক দেশতথ্য//২৮ সেপ্টেম্বর, ২০২৪//