মেহেরপুর জেলার সদর উপজেলায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন প্রদর্শনী মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। এসময় তিনি প্রকল্পভুক্ত ও স্থানীয় চাষীদের সাথে মতবিনিময় করেন।
শনিবার (২৫ নভেম্বর) সকালে মেহেরপুর জেলার সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের স্থাপিত এ প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন তার নেতৃত্বে কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন কুষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মাহবুবুল হক পাটওয়ারী, যুগ্ম সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মোহাম্মদ এনামুল হক, বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প এর পরিচালক ড. মেহেদী মাসুদ, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এর পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, কৃষি তথ্য সার্ভিস এর পরিচালক সুরজিৎ সাহা রায়, মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার প্রমুখ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ নভেম্বর ২০২৩