Print Date & Time : 23 April 2025 Wednesday 12:30 am

মেহেরপুরে চোরাচালান ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

মেহেরপুর গাংনীতে চোরাচালান ও আইন শৃঙাখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসানের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে চোরাচালন ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপত্বিতে প্রধান অতিধি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্দ সাহিদ্দুজ্জামান (খোকন)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন“গ্রামের গঞ্জএলাকাতে ৮০% যুবক এখন মাদকা আসক্তি হয়ে পড়েছে। এলাকাতে আরো তৎপরাতা বাড়াতে হবে তাদেরকে সর্তক করার জন্য আহওয়াবান জানান বিজিবিকে ।

বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক,গাংনী পৌর মেয়র আহাম্মেদ আলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা আর এম ও আব্দুল আল মারুফ ,গাংনী থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুর রাজ্জাক সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, কাজিপুর ইউপি চেয়াম্যান মোঃ আলম হোসাইন,বামুন্দী ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান (কমল), মুটমোড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা, ধারখোলা ইউি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,মুক্তিযোদ্ধা কমান্ডার মোনতাজ আলী,বিজিবির কোম্পানী কমান্ডার,র‌্যাবÑ৬ গাংনী ক্যাম্পের প্রতিনিধি,গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ-দৌলা রেজা,মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাশার,মহিলা বিষক কর্মকতা নাসিমা খাতৃন এসময় সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৮ মে ২০২৩