ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম এবং অর্ধশতাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালের দিকে মেহেরপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মেহেরপুর জেলা ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ এ সময় উপস্হিত ছিলেন।
উল্লেখ্য, ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে মারা যান তিনি। এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৪,২০২২//

Discussion about this post