“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগানে মেহেরপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার সময় মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুজ্জামান ভুইয়ার নেতৃত্ব একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসনের কার্যলয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, এনডিসি গোলাম রাব্বানী, জেলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সহ-সভাপতি রশিদ হাসান খান আলোসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা সড়ককে নিরাপদ করতে এবং সড়কে প্রাণ যাওয়া রোধে করণীয় বিষয়ে বক্তব্য দেন।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২২,২০২২//