মেহেরপুর প্রতিনিধি : “বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় পাট দিবস।
দিবসটি উলক্ষে আজ সকাল ১০ টার সময় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম. হারুন অর রশীদ। এনডিসি সাজেদুর ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হোসেন, সদর উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ইমান আলী, মুজিবনগর উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আলীসহ জেলা পাট চাষিরা শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যলয় চত্ত¡রে গিয়ে শেষ হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৬ মার্চ ২০২৪