Print Date & Time : 22 April 2025 Tuesday 4:04 am

মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। রবিবার (২৪ জুলাই), বেলা ১২ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা, সহকারী মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, জেলা মৎস্য খামার ব্যবস্থাপক ইকবাল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মৎস্য সম্পর্কিত জেলা কমিটির প্রতিনিধি ইকবাল হোসেন বুলবুল, বিশিষ্ট মৎস্য চাষী শ্রী ক্ষুদিরাম হালদার, মজিরুল ইসলামসহ বিভিন্ন গ্রাম থেকে আগত মৎস্য চাষী ও খামারিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজ ভিত্তিক মাছ চাষে বিশেষ অবদান রাখায় শরিফুল ইসলাম, পাঙ্গাস মাছ চাষে বিশেষ অবদান রাখায় মজিরুল ইসলাম, কার্প জাতীয় মাছের মিশ্র চাষে বিশেষ অবদান রাখায় রফিকুল ইসলাম ও কামাল হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এর পূর্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলার গাংনীতেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়। এসময় মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন, উপজেলা মৎস্য অফিসার খন্দকার সহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু ও উপজেলা বিআরডিবি অফিসার শাহ আলমসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৪,২০২২//